নতুন বছরে মুহাম্মদ জাফর ইকবাল স্যারের কাছে ১০টি চাওয়া
লিখেছেন লিখেছেন ভার্চুয়াল হুজুর ০১ জানুয়ারি, ২০১৬, ০২:৫৬:৫৭ দুপুর
প্রতি শুক্রবারের মতো আজও মহাপন্ডিত জাফর ইকবাল পত্রিকার পাতায় একটি কলাম প্রসব করেছেন।বছরের প্রথম দিনটি শুক্রবার হওয়াতে স্যার " নববর্ষে দশটি চাওয়া"নামক কিছু আবদার পেশ করেছেন।আমার নিজের কিছু আবদার আছে দেশের জনপ্রিয় এই স্যারের প্রতি।আমি আমার ১০টি চাওয়া তুলে ধরলাম
১:- আওয়ামীলীগের দালালী ছেড়ে সুপথে ফিরে আসুন।
২:- বিদেশী বইয়ের গল্প নকল না করে একটা মৌলিক বই লিখুন।
৩:-গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হোন।
৪:-"আমি সাদাসিধে মানুষ,রাজনীতি বুজি না",সুতরাং চেতনার ফিল্টারে রাজনৈতিক চেনা পেচানি বন্ধ করুন।
৫:-একাত্তর সালে নিজের ভুমিকা এবং "সর্ষিনার খাটের তলার" প্রকৃত কাহিনী প্রকাশ করুন।
৬:-ইসলাম বিদ্বেষী দের প্রশ্রয় দেওয়া থেকে বিরত থাকুন
৭:-শাবিপ্রবির ভিসি হওয়ার খায়েস বাদ দিয়ে আসল কাজে মনযোগ দেন।
৮:-আপনি যেহেতু যুদ্ধাপরাধীদের বিচারে "আন্তর্জাতিক মান"না থাকলেও চলবে বলে মনে করেন এবং নিজেকে স্বদেশীয় চেতনাধারী আসল পুরুষ মমনে করেন সেহেতু নিজের মেয়েকে "আন্তর্জাতিক মানের"বিদেশী মদের বোতল সেবনে নিরুৎসাহিত করুন এবং দেশী মদ পানে উৎসাহিত করুন।
৯:-পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মায়া ত্যাগ করে বিদেশে চলে না যাওয়ার অঙ্গিকার করুন।
১০:-ড্রোন থিউরি কার কাছ থেকে নকল করেছেন তা জানান।
বিষয়: বিবিধ
১১৭৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এইসব এর উপর নির্ভর করেই তো চলে উনার জিবন!
ষ্যাড়ের জন্যে অকল্পনীয় এগুলো!
আরেকটি কথা,আমার ডিভাইস থেকে কারো মন্তব্যের রিপ্লে দেওয়া যাচ্ছে না।এর সমাধান কারো কাছে জানা থাকলে বলবেন আশা করি।
মন্তব্য করতে লগইন করুন